তো যায় হোক, আবারও হাজির হলাম ব্লগ ডিজাইন এর ২য় পর্ব নিয়ে। আজকে আমরা আলোচনা করব ব্লগ/ব্লগস্পট টেমপ্লেট এর কিছু কাস্টমাইজেশন নিয়ে। আমার আজকের পোস্টের মাধ্যমে আপনারা শিখতে যাচ্ছেন ব্লগার টেমপ্লেট এর কিছু গুরুত্বপূর্ণ কাস্টমাইজ সম্পর্কে। তাই পোস্টটি সম্পূর্ণ পড়তে থাকুন। তো চলুন শুরু করা যাক।
1.কিভাবে ব্লগ টেমপ্লেটের footer এর "Copywrite by" লেখা remove করবেন? (2020)
আমরা অনেক সময় দেখি ব্লগ এর নিচে লেখা থাকে Copywriter By ______ যা দেখতে খুবই বিরক্তিকর। অনেকে ওই লেখাটিকে মুছে ফেলতে চান। আবার অনেকে মনে করেন ওই লেখাটির যায়গায় যদি তার নিজের লেখা থাকত!!! তো চলুন দেখি কিভাবে লেখাটি remove করবেন।
- এর জন্য প্রথমে আপনার ব্লগ এ sing in করে Theme >> edit html এ যান।
- তারপর নিচের কোডটি search করুন 👇
- এবার সার্চ করা কোড এর নিচে <div style= থেকে </div> পর্যন্ত ডিলিট করে দিন। অথবা আপনি যদি লেখাটি নিজের মতো করে পরিবর্তন করতে চান তাহলে করতে পারেন।
পেজ নেভিগেশন আমরা বলতে বুঝি পেজ নাম্বার। অর্থাৎ একটি পেজে নির্দিষ্ট পরিমাণ কিছু কন্টেন্ট থাকে। এবং পরবর্তী পেজে আরও কিছু কন্টেন্ট থাকে। এখন এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য এই পেজ নেভিগেশন ব্যবহার করা হয়। এটি আপনার ব্লগে অ্যাড করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন। 👇
- এর জন্য প্রথমে আপনার ব্লগে sign in করুন।
- তারপর মেনু থেকে layout >> Add a gadget এ ক্লিক করুন।
- এরপর html/javascript গ্যজেটটি এ্যাড করুন।
- এরপর নিচের কোডটি কপি করে কনটেন্ট বক্সে পেস্ট করুন।