কিভাবে ব্লগস্পট ব্লগের জন্য Privacy Policy পেজ তৈরি করতে হয়?

বন্ধুরা সবাই কেমন আছেন, আশাকরি সবাই ভাল ও সুস্থ আছেন। যাই হোক আজকে আমার আলোচনার বিষয়ঃ কিভাবে ব্লগস্পট ব্লগের জন্য Privacy Policy পেজ তৈরি করতে হয়? Privacy Policy পেজটি খুবি জরুরি একটি ব্লগের জন্য। বিশেষ করে গুগল অ্যাডসেন্স এটাকে খুবি গুরুত্ব দিয়ে থাকে। যদি আপনার ব্লগ থাকে এবং আপনি সেই ব্লগে গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই Privacy Policy পেজ আপনার ব্লগে যুক্ত করতেই হবে।  আসলে Privacy Policy মানে ধরুন আপনার ব্লগে কেউ নিজ ইমেল দিয়ে সাবস্ক্রাইব করল এখুন আপনি সেই ইমেল দিয়ে কোন খারাপ কাজ করেন কিনা, সেই ভিজিটর দের ইমেল সেফ কিনা, ব্লগে Cookies ব্যবহার হয়েছে কিনা ইত্যাদি এই সব একটা পেজে লিখে রাখতে হয় আর এই পেজ টাই হল প্রাইভেসি পলিসি পেজ। এখন অনেকেই হয়তো জানেন না এই পেজটি তে কি কি বিষয় রাখতে হবে, আবার হয়ত অনেকেই ইংরেজি তে তেমন লিখতে পারে না, অনেকেই হয়ত Cookies সম্পর্কে তেমন কোন ধারণাই নেই ইত্যাদি। তো অনেকেই এসব সমস্যার সম্মুখীন হন! তাই আমি আজকে আপনাদের খুবি সহজ একটি টিপস শেয়ার করবে যেটা ব্যবহার করে আপনি ১ মিনিটে এই পেজ বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
কিভাবে ব্লগস্পট ব্লগের জন্য Privacy Policy পেজ তৈরি করতে হয়?



আর পড়ুনঃ



যেভাবে ব্লগের জন্য Privacy Policy পেজ কিভাবে তৈরি করবেনঃ
যদি আপনার বাংলা ব্লগ হয় তাহলে আপনি বাংলাতে লিখতে পারেন। তবে সে ক্ষেত্রে নিজেকেই নিজের মত করে লিখতে হবে। কিন্তু যদি বাংলা ব্লগেও ইংরেজি তে এই পেজ তৈরি করেন তাহলেও কোন সমস্যা হবে না, এর জন্য আপনি আমার ব্লগে যে Privacy Policy পেজটা আছে দেখে আসতে পারেন।

নিচের নিয়ম অনুসারে কাজ করুনঃ 👇
1. প্রথমে আপনি www.privacypolicyonline.com ওয়েবসাইট টিতে ভিজিট করুন, তারপর আপনি দেখবেন আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়েছে।
2. এখন আপনি "Your Site Information and Contact" এই অপশন থেকে যাযা চাইছে সব দিয়ে দিন নিচে দিয়ে দিলাম কি কি দিতে হবে।




  • Your Site Title: এই বক্সে আপনার ব্লগের নাম দিন।



  • Your Site URL: এই ব্লগে আপনার সাইট এর URL টি লিখুন।



  • Contact Link: এই ব্লগে আপনার যে যোগাযোগ পেজ আছে তার URL টি লিখুন।



  • Email Address: এই ব্লগে আপনার ইমেল অ্যাড্রেস টি লিখুন যে কোন একটি লিখতে পারেন।



  • Email: এই অপশন থেকে যেভাবে আছে সেই ভাবেই রেখে দিন



  • Cookies: এই অপশন যেভাবে আছে সেই ভাবেই রেখে দিন।



  • Advertisers on your site: যদি আপনার ব্লগে থার্ড পার্টি অ্যাড থাকে যেমন তাহলে বক্সটি চেক করুন যদি কোন রকম অ্যাড ব্যবহার না করেন তাহলে ফাকা রেখে দিন।
  • কিভাবে ব্লগস্পট ব্লগের জন্য Privacy Policy পেজ তৈরি করতে হয়?


    3. উপরে সব কিছু করার পর আপনি নিচে থেকে "Generate HTML" এ ক্লিক করুন।
    4. এখন আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে সেখানে আপনি কিছু কোড পাবেন সেই কোড গুলকে কপি করে নিন।
    5.এখন আপনি আপনার ব্লগ লগইন করুন তারপর "Pages" অপশনে ক্লিক করুন আর নতুন একটি পেজ তৈরি করুন এবং উপরে যে কোড গুল পেয়েছেন সেগুল "HTML" অপশন সিলেক্ট করে পেস্ট করে দিন। তারপর পোস্ট পাবলিশ করেন।
    কিভাবে ব্লগস্পট ব্লগের জন্য Privacy Policy পেজ তৈরি করতে হয়?



    নোটঃ এই পেজ এর লিঙ্ক টা আপনা ব্লগের এমন যায়গায় অ্যাড করুন যাতে অ্যাডসেন্স আবেদন এর সময় সহজে চোখে পড়ে।

    আশাকরি পোস্ট আপনাদের ভাল লেগেছে যদি মনে হয় পোস্টটি ভাল লেগেছে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন। এই পোস্টটি খুবি সহজ একটি টপিক এর উপর লিখা হয়েছে কিন্তু এই সহজ জিনিস টা আপনার ব্লগে না থাকলে আপনি অ্যাডসেন্স পাবেন না। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আর লাইক বাটনে একটি লাইক দিন। আমার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।  সবাইকে ধন্যবাদ। 





    POST VIEWSl

    website counter








    Next Post Prev Post

    Facebook

    Get the latest article updates from this site via email for free!