ব্লগ ডিজাইন [পর্ব-০১]:: জেনে নিন ব্লগ টেমপ্লেটের গুরুত্বপূর্ণ কিছু কাজ।

আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে থেকে শুরু হলো আমাদের ব্লগ ডিজাইন এর ধারাবাহিক টিউটোরিয়াল। এই ধারাবাহিক টিউটোরিয়ালে আমি গুগল ব্লগার টেমপ্লেট ডিজাইন নিয়ে অনেক গুরুত্ব পূর্ণ টিপ্স, ট্রিক, কোড, উইজেট ইত্যাদি বিষয় তুলে ধরব যা আপনাদের ব্লগিং করা বা টেম্পলেট ডিজাইন করার জন্য অনেক কাজে লাগবে। আমি মনে করি আমার এই ধারাবাহিক টিউটোরিয়াল গুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ব্লগ ডিজাইন এর প্রথম পর্ব শুরু করি।


আজকে আমাদের আলোচনার বিষয়ঃ

1.কিভাবে আপনার ব্লগে একটি template বা XML file ইন্সটল করবেন?
2.কিভাবে আপনার ব্লগ এর template বা XML file টি ব্যাকআপ করে রাখবেন?
3.কিভাবে আপনার নিজের ব্লগের পোস্ট ব্যাকআপ করে রাখবেন? এবং restore করবেন?
4.কিভাবে আপনার এক ব্লগের পোস্ট অন্য ব্লগে অ্যাড করবেন?
5.কিভাবে আপার ব্লগ সাইট এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে transfer করবেন?

তাহলে চলুন দেখে নেওয়া যাক।



1.কিভাবে আপনার ব্লগে একটি template বা XML file ইন্সটল করবেন?
  • প্রথমে আপনার ব্লগস্পট ব্লগের একাউন্টে লগিন করুন। 
  • তারপর মেনু হতে Theme এ ক্লিক করুন।
  • এবার CustomizeEdit html অপশনের পাশে থাকা তিন ডট অপশনে ক্লিক করুন। 
  • এবার Backup এবং Restore নামে দুটি অপশন দেখতে পাবেন 
  • তারপর Restore অপশনটিতে ক্লিক করে ডেক্সটপ বা মোবাইল হতে আপনার টেম্পলেট টি সিলেক্ট করে আপলোড দিন। 
ব্যাস। এটি নতুন দের জন্য খুবই দরকারী একটি বিষয়। চলুন পরের বিষয়ে যায়।


2.কিভাবে আপনার ব্লগ এর template বা XML file টি ব্যাকআপ করে রাখবেন?

  • প্রথম নিয়ম অনুসারে মেনু হতে Theme এ ক্লিক করার পর তিন ডট এ ক্লিক করুন ।
  • তরপর Backup অপশনে ক্লিক করে আপনার বর্তমান টেমপ্লেট টি ডাউনলোড করুন। 
প্রতিবার আপনার ব্লগের যেকোন ডিজাইনের কাজ করার সময় আপনি আপনার ব্লগের XML ফাইল বা template টি ডাউনলোড করে রাখতে পারেন। এতে করে যখন আপনার ব্লগ এর যেকোনো কাজ বা ডিজাইন যদি ভুল হয় বা যদি আপনার মনের মতো না হয় আর তখন যদি আপনি আপনার ব্লগ টি পুর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে কোনো প্রকার ঝামেলা বা কষ্ট না করেই শুধু টেম্পলেট টি পুনরায় আপলোড বা Restore করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন।


3.কিভাবে আপনার নিজের ব্লগের পোস্ট ব্যাকআপ করে রাখবেন? এবং restore করবেন?
অনেক সময় আমারদের বিভিন্ন ভুলের কারনে আমাদের অনেক পোস্ট ডিলিট হয়ে যায়। আর ডিলিট হয়ে যাওয়া পোস্ট পুনরায় আবার লিখতে হয়। এটি অনেক ঝামেলার বিষয়। আর এজন্য আপনি আপনার ব্লগ এর পোস্ট গুলো ব্যাকআপ করে রাখতে পারেন।

এর জন্য নিচের ধাপ অনুসরণ করুনঃ

  • আপনার ব্লগ এর Settings থেকে Others এ ক্লিক করুন। 


  •  তারপর নিচের মতো Back Up Content এ ক্লিক করুন।

  • তারপর DOWNLOAD অপশন আসলে ফাইলটি ডাউনলোড করে রাখুন।


এখন আসি কিভাবে backup করে রাখা পোস্ট গুলো ইন্সটল করবেন?

  • উপরের নিয়মের মতই Others এ ক্লিক করার পর import content এ ক্লিক করুন। নিচের চিত্র দেখুন। 
  • তারপর xml file সিলেক্ট করে import blog এ ক্লিক করুন। কাজ শেষ।


4.কিভাবে আপনার এক ব্লগের পোস্ট অন্য ব্লগে অ্যাড করবেন?

  • প্রথমে আপনার ব্লগের পোস্টগুলো Backup করে রাখুন ।
  • এরপর যে ব্লগটিতে পোস্ট এ্যাড করবেন সেই ব্লগটি তে প্রবেশ করুন।
  • এবার 3 নং নিয়ম অনুসারে Import Content এ ক্লিক করুন। 
  • এবার কিছু ক্যাপচা কোড আসবে। ঐটা ঠিক ঠাক করে পুরন করলেই ঐ ব্লগের পোস্ট গুলো এই ব্লগ এ চলে আসবে।


5.কিভাবে আপার ব্লগ সাইট এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে transfer করবেন?
যারা নতুন ব্লগিং করে তারা সবমসয় অ্যাডসেন্স এর পিছলে দৌড়ায় । আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাইলে তো আর কথায় নাই, খুশি তে এ্যাডে উল্টা পাল্টা ক্লিক করে। মনে করে কি না কি!! আর যখন এই সকল উল্টা পাল্টা ক্লিক বা অন্যান্য কারণে অ্যাডসেন্স অ্যাকাউন্ট banned হয়ে যায় তখন .......হায়! হায়! আমি একদমই শেষ হয়ে গেছি!!!!! আর তখন ঐ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে নতুন অ্যাডসেন্স এর জন্য আবেদন করা যায় না। তাই ঐ অ্যাকাউন্ট আর সাইন ইন করতে মন চায় না। আর সাইন ইন করেইবা কি লাভ । তখন নতুন জিমেইল এবং নতুন ব্লগ শুরু করেন। কিন্তু আপনি ইচ্ছা করলে শুধু নতুন জিমেইল অ্যাকাউন্ট দিয়েই আপনার পুরানো অ্যাকাউন্ট এর ব্লগ গুলো নতুন জিমেইল অ্যাকাউন্ট এ transfer করতে পারেন। তাহলে দেখুন কি ভাবে transfer করতে হয়।

এরজন্য নিচের নিয়ম অনুসারে কাজ করুনঃ

  • প্রথমে আপনি যে অ্যাকাউন্ট থেকে ব্লগ গুলো transfer করতে চান সে অ্যাকাউন্ট এ সাইন ইন করুন। 
  • তারপর যেকোনো ব্লগ এর settings অপশনে চলে যান ।
  • তারপর permissions এ ক্লিক করুন। 
  • এবার ADD AUTHORS এ ক্লিক করুন।
  • ADD AUTHORS এ ক্লিক করার পর আপনার নতুন জিমেইল অ্যাকাউন্ট এর অ্যাড্রেস টি লিখুন
  • তারপর INVITE এ ক্লিক করুন।
  • তারপর sign out করে বের হয়ে আসুন । 
  • এখন আপনার নতুন গুগল মেইল এ sign in করুন । 
  • এখন দেখুন আপনার নতুন মেইলে একটা নতুন মেইল আসছে। 
  • এবার মেইল টি ওপেন করুন এবং মেইল এ যে লিংক দেওয়া আছে সেই লিংকটি তে ক্লিক করুন। 
  • তারপর নতুন একটা tab খুলবে ওখানে click here এ ক্লিক করুন।
  • তারপরsign out করুন। 
  • তারপর আপনার পুরানো ব্লগার এ sign in করুন। 
  • তারপর settings থেকে permissions এ ক্লিক করুন, দেখবেন নতুন author অ্যাড হয়েছে। 
  •  এখন author এর ডান পাশে দেখুন Grant admin privileges লেখা আছে। Grant amin privileges এ ক্লিক করুন ।
  • তারপর একটি alert আসবে। ওখানে Grant admin privileges এ ক্লিক করুন। 
  • এরপর দেখবেন ঐ জিমেইল অ্যাকাউন্ট টি Admin হয়ে গেছে। এখন আপনার এই অ্যাকাউন্ট টি sign out করেন। 
  • তারপর আপনার নতুন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ব্লগ এ sign in করেন দেখবেন আপনি ঐ ব্লগ টি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। আগের মতো এই অ্যাকাউন্ট দিয়ে permission যান 
  • তারপর পুরানো অ্যাকাউন্ট টি Revoke admin privileges করে দেন। এখন কাজ শেষ। 

এখন যদি আপনার আপনার পুরান জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ব্লগ এ সাইন ইন করেন দেখবেন আপনার ব্লগ টি নাই। আপনি ইচ্ছা করলে Revoke admin privileges না করে দুইটা এডমিন ব্যাবহার করতে পারেন। কোনো প্রকার সমস্যা হবে না।



তো আজ এ পর্যন্ত। অনেক লিখলাম। আশা করি আমার এই টিউটোরিয়াল টি থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন । পরবর্তী তে এর পার্ট ২ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।

বিঃদ্রঃ দয়া করে আমার পোস্ট কেউ কপি করবেন না। ধন্যবাদ।




POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!