ভেরিফিকেশন ঝামেলা ছাড়াই মাত্র ১ মিনিটে আপনার সাইট গুগল এ এ্যাড করুন !!

আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পোস্টি খুবই মজাদার এবং সেই সাথে খুবই দরকারী। আমাদের অনেকেরই একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট রয়েছে। কিন্তু কয়জনের সাইট গুগলে সাবমিট করা? সাইট গুগল এ সাবমিট না করলে সেই সাইটে কোনো ভিজিটরই আসে না, আর ভিজিটর না এলে সাইট বনানোর পরিশ্রমটাই বৃথা হয়ে যায়।  তাই নিজের সাইট গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন এ সাবমিট করা অত্যন্ত প্রয়োজন।

 আজকে আমি আলোচনা করব কিভাবে আপনার সাইটি গুগলে সাবমিট করবেন কোনো প্রকার ভেরিফিকেশন ঝামেলা ছাড়াই। সুধু তাই আমি আজকে যে উপায়টি দেখাবো সেটির মাধ্যমে আপনার সাইট শুধু Google এ নয়, Google সহ আরও ১০ টি সার্চ ইঞ্জিন এ আপনার সাইট সাবমিট করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি সেই উপায়।
ভেরিফিকেশন ঝামেলা ছাড়াই মাত্র ১ মিনিটে আপনার সাইট গুগল এ এ্যাড করুন !!
যেভাবে সাইট সাবমিট করবেনঃ 
এর জন্য প্রথমে আমাদের যেতে হবে https://www.entireweb.com/free_submission/ এই লিংকে। এই লিংকটি তে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক নিচের মতো একটি পেজ দেখাবে।


এখানে ২টা ঘর দেখতে পাবেন। প্রথম টিতে আপনি যে সাইটটি সাবমিট করবেন তার URL দিন। এরপর পাশের ঘর আর্থাৎ ২য় ঘরে আপনার ই-মেইল এড্রেসব দিন। না বুঝলে নিচে দেখুন।





এবার Proceed লেখায় ক্লিক করুন এবং অপেক্ষা করুন।


দেখুন আপনার সামনে নিচের মতো একটি পেজ চলে এসেছে।


উপরের পেজে আপনারা ৩টা অপশন দেখতে পাচ্ছেন। এরপর আমরা নিচের মতো ১ম অপশনে ক্লিক করব।


এবার আপনার কাজ শেষ। এখন নিচের মতো একটি পেজ লোড হবে, অপেক্ষা করুন। একটু পরে দেখুন আপনার সাইট সাবমিট হয়ে গেছে।


এরপর আপনি চাইলে Add another site বাটনে ক্লিক করে অন্য কোনো সাইট সাবমিট করতে পারবেন। এবার একটু পরে নিচের মতো একটি মেইল আসবে আপনার Gmail এ। দেখুন আমার সাইট সাবমিট হয়ে গেছে।



এখন আপনি 20 থেকে 25 দিন অপেক্ষা করুন, এর মদ্ধে আপনার সাইট গুগল ইন্ডেক্স করে নেবে। অথবা এর কম সময়ের মদ্ধেও হয়ে যেতে পারে। এভাবে আপনি আপনার ইচ্ছা মত সাইট গুগলে সাবমিট করতে পারবেন। কোনো প্রকার ভেরিফিকেশন ঝামেলা ছাড়াই।

তো বন্ধুরা টিউটোরিয়াল টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের জানাবেন। আর এটা আমার নতুন ব্লগ, তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলেই আমি এরকম টিউটোরিয়াল আপনাদের উপহার দেব।  তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। খোদাহাফেজ। 





POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!