![]() |
ভেরিফিকেশন ঝামেলা ছাড়াই মাত্র ১ মিনিটে আপনার সাইট গুগল এ এ্যাড করুন !! |
এর জন্য প্রথমে আমাদের যেতে হবে https://www.entireweb.com/free_submission/ এই লিংকে। এই লিংকটি তে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক নিচের মতো একটি পেজ দেখাবে।
এখানে ২টা ঘর দেখতে পাবেন। প্রথম টিতে আপনি যে সাইটটি সাবমিট করবেন তার URL দিন। এরপর পাশের ঘর আর্থাৎ ২য় ঘরে আপনার ই-মেইল এড্রেসব দিন। না বুঝলে নিচে দেখুন।
এবার Proceed লেখায় ক্লিক করুন এবং অপেক্ষা করুন।
দেখুন আপনার সামনে নিচের মতো একটি পেজ চলে এসেছে।
উপরের পেজে আপনারা ৩টা অপশন দেখতে পাচ্ছেন। এরপর আমরা নিচের মতো ১ম অপশনে ক্লিক করব।
এবার আপনার কাজ শেষ। এখন নিচের মতো একটি পেজ লোড হবে, অপেক্ষা করুন। একটু পরে দেখুন আপনার সাইট সাবমিট হয়ে গেছে।
এরপর আপনি চাইলে Add another site বাটনে ক্লিক করে অন্য কোনো সাইট সাবমিট করতে পারবেন। এবার একটু পরে নিচের মতো একটি মেইল আসবে আপনার Gmail এ। দেখুন আমার সাইট সাবমিট হয়ে গেছে।
এখন আপনি 20 থেকে 25 দিন অপেক্ষা করুন, এর মদ্ধে আপনার সাইট গুগল ইন্ডেক্স করে নেবে। অথবা এর কম সময়ের মদ্ধেও হয়ে যেতে পারে। এভাবে আপনি আপনার ইচ্ছা মত সাইট গুগলে সাবমিট করতে পারবেন। কোনো প্রকার ভেরিফিকেশন ঝামেলা ছাড়াই।
তো বন্ধুরা টিউটোরিয়াল টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের জানাবেন। আর এটা আমার নতুন ব্লগ, তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলেই আমি এরকম টিউটোরিয়াল আপনাদের উপহার দেব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। খোদাহাফেজ।
💖💖💖
ReplyDelete👍👍
DeleteNice
ReplyDeleteThanks
Delete