Wapkiz সাইটের জন্য নিয়ে নিন দারুন একটি সিএসএস থিম কোড

আসসালামুআলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুন একটি css থিম কোড। আপনারা যারা ওয়াপকিজ অথবা এক্সটিজেম ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন সিএসএস কোড কি এবং এর কাজ কি। সিএসএস স্টাইল কোড মূলত একটি ওয়েবসাইটের অবকাঠামো। সিএসএস স্টাইল কোডের মাধ্যমেই একটি ওয়েবসাইট গঠন করা হয়। আর এই CSS এর ডিজাইন যত সুন্দর হবে সাইটটিও দেখতে ততই সুন্দর লাগবে।

তাই আজকে আমি আপনাদের জন্য যে সিএসএস থিমটি নিয়ে এসেছি সেটি আপনার সাইটে লাগালে আপনার সাইটে অনেক সুন্দর মানাবে। এই সিএসএস কোড টি আপনাদের সাইটে অনেক দ্রুত লোড নেবে। আপনার সাইটের স্টাইলগুলও অনেক সুন্দর হবে।

কিছু স্কিনসট দেখুন:




আপনি ইচ্ছা করলে নিজ থেকে লাইভ ডেমো দেখে আসতে পারেন।

কোডটি যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয় তাহলে এখান থেকে কপি করে নিন। Copy The CSS Code

কিভাবে আপনার সাইটে CSS এ্যাড করবেন (Wapkiz):

  • প্রথমে আপনার ওয়াপকিজ সাইটের এডমিন প্যানেলে লগ ইন করে নিন
  •  লগইন করার পর যে সাইটে css অ্যাড করতে চান সেই সাইট এর এডমিন প্যানেলে যান 
  • তারপর মেনু থেকে "CSS" অপশনে ক্লিক করুন 
  • এরপর একদম নিচে এসে "Edit Full CSS" অপশনে ক্লিক করুন 
  • এরপর একটি বক্স এর ভিতরে দেখতে পাবেন কিছু css কোড এড করা আছে ওইগুলো সম্পূর্ণ ডিলিট করে দিন 
  • এবার আমার দেওয়া css থিম কোডটি কপি করে ওখানে পেস্ট করে দিন 
  • এবার Save অপশনে ক্লিক করে সেভ করে নিন
  • এবার আপনার সাইট ভিজিট করে দেখুন।

আশা করি কাজটি করতে আপনাদের কোন সমস্যা হবে না।তারপরও যদি কোথাও কোন বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

    বি:দ্র: আপনাদের কারো যদি কোন থিম কোড দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ।পরবর্তীতে আমরা সেটি নিয়ে পোস্ট করব।





    POST VIEWSl

    website counter








    Next Post Prev Post

    Facebook

    Get the latest article updates from this site via email for free!