8k বাজেটে i সিরিজের নতুন ফোন i85 । কেনা যাবে কি?? কিনলে কেমন হবে!!

price

৳8,299

এক নজরে স্পেসিফিকেশন

Symphony i85  এ থাকছে 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ডিজাইন হিসেবে water drop নচ্ ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি ডুয়াল 5+2 মেগাপিক্সেল । সামনের ক্যামেরাটি 5 মেগাপিক্সেল। এটিতে ব্যাটারি হিসেবে পাবেন 4050 এম্পিয়ার ব্যাটারী সাথে থাকছে মাত্র 10 ওয়াটের ফাস্ট চার্জার  এবং ram হিসেবে থাকছে 2 জিবি ও ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পাবেন 32 জিবি, 1.6 GHz অক্টা-কোর CPU । চিপসেট হিসেবে থাকছে UNISOC SC9863A1  chipset । আরো থাকছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।

একনজরে ফোনটির ভালো কিছু দিক

মোবাইলের ডিসপ্লে অনেক বেটার hd+ হলেও অনেক টা বেটার শার্পনেস ছিলো । ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে এই বাজেটে।
বিশেষ করে ফোনটার ডিজাইন টা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে । আরেকটি ভালো খবর হচ্ছে ফোনটা অ্যান্ড্রয়েড 12 ভার্সনে রান হবে ।

ফোনটির কমতি দিকগুলো

✘ Slow chipset✘ Somewhat overpriced
ফোনটার চিপছেট তুলনামূলক দুর্বল, ফোনটার দাম একটু বেশি অন্যান্য ফোনের চেয়ে ।

Full Specifications


Colors

Glory Blue, Silk Green

Connectivity

dual sim
2g,3g,4g।
wifi hotspot
wifi direct

Body

Style: Minimal Notch
Material: Glass front, plastic body
Dimensions165.5 x 76.7 x 9.8 millimeters
Weight: 163 grams

Display

Size: 6.6 inches
Resolution: HD+ 1600 x 720 pixels (269 ppi)

Back Camera

Resolution: Dual 5 Megapixel main camera Features:(Autofocus, LED flash, f/2.2, portrait mode, night mode & moreVideo RecordingFull HD (1080p)

Front Camera

Resolution: 5 Megapixel

BatteryType and Capacity

Type and Capacity: Lithium-polymer 4050 mAh with Fast Charging

Performance, Ram & Processor

Operating System: Android 12 (Go Edition)
Chipset: UNISOC SC9863A1 (28 nm)
RAM: 2 GBProcessorOcta-core, 1.6 GHz

Storage

ROM: 32 GB
MicroSD Slot✅ up to 128 GB 

Security

Fingerprint✅ On the back
Face Unlock✅

Other Features

USB Type- ✅Bluetooth v5.3

ব্যক্তিগত মতামত:

আমি সবাই জানি symphony i সিরিজের যতগুলো ফোন মার্কেটে নামাইছে প্রায় সবগুলোই কমা,যেহেতু ফোনটার সিপিইউ 1.6 সুতরাং এর থেকে বেশি কিছু আশা করা যাবেনা । ফ্রি ফায়ার গেম প্লে করে দেখেছি কিন্তু অনেক ল্যাগের দেখা পেয়েছিলাম বিশেষ করে cs rank এ খেলার সময় । ফোনটার ব্যাটারি 5000 mah হলে better হতো। তবে 8k বাজেটে এটা মেনে নেয়া যায় ।

ওভারঅল দাম বিবেচনায় ক্যামেরা ভালো,ডিজাইন ভালো তাছাড়া অ্যান্ড্রয়েড ভার্সন 12 তে রান হবে এগুলো বিবেচনায় ডে টু ডে ইউজ এরজন্য ফোনটা নেয়া যায় ।

এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

The post 8k বাজেটে i সিরিজের নতুন ফোন i85 । কেনা যাবে কি?? কিনলে কেমন হবে!! appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!