গণিতের ডোমেন রেঞ্জ নির্ণয়ে আর নয় সমস্যা!! এখন ডোমেন রেঞ্জ নির্ণয় করুন সহজেই

গণিত ও উচ্চতর গণিতের বিভিন্ন ফাংশানের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা শিখে নিন সহজ উপায়ে

সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকের আর্টিকেলে । আজও আমি গণিতের একটি চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনায় এসেছি ।

আমাদের বেশিরভাগ শিক্ষার্থী ফাংশানের ডোমেন ও রেঞ্জ নির্ণয়ে হিমশিম খেয়ে যায় । আজকের পোস্টটি তাদের জন্য উপকারে আসবে । আমরা আজকে তিন ধরনের ফাংশানের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা শিখব । তো চলুন শুরু করা যাক ।

ফর্মুলা ১

প্রথম আমরা যে ফর্মুলাটি শিখব সেটি হচ্ছে লগারিদমের (ln) যুক্ত ফাংশানের ডোমেন ও রেঞ্জ বের করা । ফর্মুলাটি নিম্নোক্ত মাধ্যমে থাকে । এখানে, a দ্বারা একটি সংখ্যাকে বোঝানো হয়েছে ।

এরুপ ফাংশানের ক্ষেত্রে, ডোমেন হবে, (-a,a) এবং রেঞ্জ সর্বদা বাস্তব সংখ্যা হবে ।

একটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করে নেওয়া যাক ।

মনে করুন, ‘a’ পরিবর্তে ‘7’ আছে । সেক্ষেত্রে ডোমেন (-7,7) হবে এবং রেঞ্জ সর্বদা বাস্তব সংখ্যা হবে ।


মনে রাখা জরুরি, এই ফর্মুলাটি (ln)-এর পরিবর্তে (log) ব্যবহৃত হতে পারে ।

ফর্মুলা ২

কোন ভগ্নাংশীয় ফাংশানের ক্ষেত্রে রেঞ্জ নির্ণয়ের নিয়মঃ

ভগ্নাংশীয় ফাংশানের রেঞ্জ বের করার সূত্রটি নিম্নরুপ ছবিতে দেওয়া হলো: (লবের চলকের সহগ/হরের চলকের সহগ)

চলুন উদাহরণটি দেখে নিই । লবের চলকের সহগ ২ এবং হরের চলকের সহগ ৪ । সুতরাং রেঞ্জ ২/৪ ।


ফর্মুলা ৩

দ্বিঘাত ও দুই চলক বিশিষ্ট ফাংশানের ডোমেন ও রেঞ্জ নির্ণয়ঃ

যদি কোন চলকের সহগ ২ হয় তবে সেটি হবে দ্বিঘাত সমীকরণ । আর চলক দুটি থাকে তবে অঙ্কটি নিচের ছবিতে দেওয়া নিময়ে নিয়ে আসতে হবে ।

উল্লেখ্য যে, সব সংখ্যাগুলো বর্গের মাধ্যমে প্রকাশ করতে হবে । অঙ্কগুলো এভাবেও দেওয়া থাকতে পারে ।

এটি একটি বৃত্তের সমীকরণ । চলক দুটি ব্যাতীত একক সংখ্যাটি হবে লেখকাগজের উপর স্থাপিত বৃত্তের ব্যাসার্ধ । সুতরাং বৃত্তটি হবে নিম্নরুপ ।


বৃত্তটি x অক্ষের সাথে ছেদকৃত স্থানাঙ্কের ‘x’ এর মান হবে ডোমেন এবং রেঞ্জ হবে y অক্ষের সাথে ছেদকৃত স্থানাঙ্ক । আমার দেওয়া অঙ্কটিতে একক সংখ্যাটি ৩ । সুতরাং, ডোমেন (-3,3) এবং রেঞ্জ হবে (0,3) [ধনাত্মক অংশের ক্ষেত্রে] এবং (0,-3) [ঋণাত্মক অংশের ক্ষেত্রে ।

টি২০ বিশ্বকাপের বাংলাদেশ ক্রিকেটের ম্যাচগুলো লাইভ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

Bangladesh cricket our youtube channel

facebook page

আমাদের ফেসবুক পেজেও দেখানো হবে ইনশাল্লাহ ।

The post গণিতের ডোমেন রেঞ্জ নির্ণয়ে আর নয় সমস্যা!! এখন ডোমেন রেঞ্জ নির্ণয় করুন সহজেই appeared first on Trickbd.com.








POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!