কিভাবে তৈরি করবেন আপনার ওয়েবসাইটের জন্য একটি এন্ড্রয়েড এ্যাপ

আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আমার আরো একটি নতুন টিউটোরিয়াল এ। আমাদের কমবেশি অনেকেরই ছোটখাটো একটি ওয়ার্ডপ্রেস বা ব্লগার ওয়েবসাইট আছে। আর কেইনা চাই যে তার নিজের একটি ওয়েবসাইট থাক। পাশাপাশি অনেকে চিন্তা করে যে তার এই ওয়েবসাইটের যদি একটি অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ থাকত!! কিন্তু অনেকেই কোডিং দক্ষতা না থাকার কারণে এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমরা অনেকেই মনে করি যে কোডিং দক্ষতা ছাড়া কোনো অ্যাপ্লিকেশনই বানানো সম্ভব নয়। কিন্তু ইন্টারনেটে এমন হাজার হাজার ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনি কোন রকম কোডিং দক্ষতা ছাড়াই যেকোন এপ্লিকেশন বানাতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, বিশ্বাস না করলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি পড়তে থাকুন। কেননা আজকে আমার এই টিউটোরিয়াল এ আমি এমন একটি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।


অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে আমার লাভ কি?
এর উত্তর এ আমি বলব লাভ আছে।  কেননা আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বানান এবং আপনার ওয়েবসাইট বা ব্লগে পাবলিশ করেন আর যদি আপনার ওয়েবসাইট বা ব্লগের ভিজিটররা সেই এ্যাপটি ডাউনলোড করে ইউজ করে তাহলে তো লাভ আপনারই। কেননা ভিজিটররা খুব সহজে এ্যাপটির মাধ্যমে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে কোন প্রকার ব্রাউজিার ছাড়া। অ্যাপের মাধ্যমে আপনিও খুব সহজেই আপনার ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবলিশ করতে পারেন।
আমি কিভাবে এ্যাপ বানবো?
প্রথমেই আপনি চলে যান AppGeyser.comএই ওয়েবসাইটটিতে। এখানে গেলে নিচের মত একটি পেজ ওপেন হবে। এবার Creat App বাটনে ক্লিক করুন।

 তারপর প্রথম অপশনে ক্লিক করুন।

 এরপর আমরা যেহেতু একটি ওয়েবসাইটের অ্যাপ বানাবো তাই Website অপশনে ক্লিক করুন।

 এবার আপনি যে সাইটের অ্যাপ বানাবেন সেই সাইটটির লিংক নিচের বক্সে পেস্ট করে দিন।

এরপর একটু নিচে এসে আপনার ওয়েবসাইটটির কালার সিলেক্ট করুন।

 নিচের মত আপনার অ্যাপের সাইডবার স্টাইল কেমন হবে তা বাছুন।

 এবার নিচের মত yes এ ক্লিক করার পর Next বাটনে ক্লিক করুন।

 এরপর নতুন একটি পেজ ওপেন হবে। নিচের বক্সে আপনার অ্যাপটির যে নাম দিবেন সেটি লিখুন। তারপর Next বাটনে ক্লিক করুন।
 এরপর নিচের বক্সে সুন্দর একটি ডেস্ক্রিপশন দিন।

 এবার নিচের মত পেজ ওপেন হলে আপনার অ্যাপেল যে আইকনটি দিবেন সেটি সেট করুন।

এরপর নিচের মতো create বাটনে ক্লিক করুন


এবার Create বাটনে ক্লিক করার পর যেহেতু আমাদের এই সাইটে কোন অ্যাকাউন্ট নেই তাই নিচের মত দেখাবে। এখান থেকে Sing in with Google অপশনে ক্লিক করে আপনার জিমেইল দ্বারা লগইন করে নিন।


এরপর আপনি চলে আসবেন আপনার ড্যাসবোর্ডে।  সেখান থেকে একটু নিচে এসে Download apk বটনে ক্লিক করুন।

নিচের মত ডাউনলোড লিংক এসে গেলে আপনার তৈরি ক্রিত এ্যাপটি ডাউনলোড করুন।


আশা করি কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি সম্পূর্ণ কাজ টি করতে পারবেন।  তবুও যদি না বুঝেন কমেন্ট করে জানান।

এ্যাপটি কিভাবে আমি গুগল প্লে স্টোরে পাবলিশ  করব?
হ্যা পারবেন। ইন্টারনেট এ অনেক টিউটোরিয়াল আছে তা নিয়ে।  তাছাড়া ওখানে একটি ভিডিও টিউটোরিয়াল থাকবে এটি নিয়ে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি বাংলা টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট করে জাননান আমি এটি নিয়ে একটি টিউটোরিয়াল শেয়ার করব।

Note:  দয়া করে আমার পোস্টি কেউ কপি করবেন না। ধন্যবাদ।




POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!