আপনার ব্লগ বা ওয়ার্ডপ্রেস সাইটের পোস্ট কেউ আর কপি করতে পারবে না ছোট্ট একটি কাজ করে নিলে।

আমার আজকের নতুন পোস্টে স্বগত আপনাকে, আজকে আমরা কথা বলব কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইট অথবা ব্লগ সাইটের লেখা কপি করা বন্ধ করবেন।  ব্লগ বা ওয়েব সাইটের লেখা কপি করা বন্ধ করার অনেক উপায় রয়েছে এর ভিতর থেকে আজকে আমি একটি উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন। না হলে বুঝতে পারবেন না।


আপনার একটি ওয়েবসাইট বা ব্লগ না থাকলে এই পোস্টটিতে আপনি ক্লিক করে নি। তাই ধৈর্য সহকারে পড়ুন আচ্ছা পড়ুন। ধরুন আপনার একটা ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে সেখানে আপনি কন্টেন্ট বা পোষ্ট লেখেন।প্রায় তিদিনই কিছু না কিছু শেয়ার করেন।  কিন্তু একদিন খেয়াল করে দেখলেন আপনার সেই ব্লগ বা ওয়েব সাইট থেকে অনেকে আপনার লেখা কপি করে তাদের নামে চালিয়ে দিচ্ছে এবং তাদের ব্লগে নিজের নামে প্রকাশ করছে বা plagiarism করছে।

আরও পড়ুনঃ

  • কিভাবে আপনার ব্লগে ফ্লটিং শেয়ার বাটন যুক্ত করবেন?

  • কিভাবে ব্লগস্পট ব্লগের জন্য Privacy Policy পেজ তৈরি করতে হয়?

  • কিভাবে ব্লগারের পোষ্টের মধ্যে গুগলের বিজ্ঞাপন দিবেন

  • কিভাবে তৈরি করবেন আপনার ওয়েবসাইটের জন্য একটি এন্ড্রয়েড এ্যাপ

  • আপনার ব্লগ বা ওয়ার্ডপ্রেস সাইটের পোস্ট কেউ আর কপি করতে পারবে না ছোট্ট একটি কাজ করে নিলে।

  • রঙিন করে তুলুন Chrome Browser এ আপনার ব্লগ/ওয়েবসাইটের এড্রেসবার [Templete Design 2020]


  • এখন আমরা অনেকে বলতে পারি যে plagiarism টা আবার কি? খুব সহজ plagiarism হচ্ছে কোন ব্যাক্তি অন্যের লেখাকে নিজের নামে চালিয়ে দেওয়ার নাম plagiarism,,,, আশা করি বুঝতে পেরেছেন। 

    পোস্ট কপি করলে আমরা কি কি মস্যার সম্মুখীন হয়ঃ
    এককথায় এতে আপনার সময় ও শ্রম দুটোই নষ্ট হবে। ধরুন মাত্র আপনি পোষ্ট করলেন এবং অন্য কেই আপনার সেই লেখা মাত্র কপি করে নিজের ব্লগে ছাড়লো । সে ক্ষেত্রে দেখা যায় তার পোষ্ট র‍্যাংকিং বেশি আপনারটা কম।
    হতে পারে গুগল মনে করতে পারে আপনি তার ব্লগ থেকে কপি করেছেন। তাতে আপনার এসইও করার যে ব্যাপারটি আছে অনেক ওয়েবমাস্টার বুঝতে পারছেন এটি সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। তাছাড়া নানা প্রকার ঝামেলা হয় আর বিশেষ করে কেউ চাইনা আমার ব্লগ থেকে পোস্ট কপি করুক।  এখন নিশ্চয়ই আপনার মাথায় একটি কথাই ঘুরপাক খাচ্ছে যে আমার ওয়েবসাইট এর লেখা কিভাবে কপি করা বন্ধ করা যায়। তো পোস্টি পড়তে থাকুন।

    লেখা যেভাবে সংরক্ষন করবেনঃ
    আপনি ওয়ার্ডপ্রেস বা ব্লগার যেটাই ইউজ করেন না কেন আপনি ডাইরেক্ট কপি রোধ করতে পারবেন। আমি আজকে আপনাদের একটি স্ক্রিপ্ট এবং যেটি আপনার ওয়েব সাইটে এড করলে আপনার ওয়েবসাইটে লেখা আর কেউ কপি করতে পারবে না। এতে আপনার সময় ও শ্রম দুটোই বাঁচবে। আপনারা খুব সহজেই করতে পারবেন আশা করি।

    Note: যারা পোস্ট কপি করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই
     যারা এমন কপি পোষ্ট করেন তারা জেনে নিন যদি লেখক চান আপনার বিরুদ্ধে কপিরাইট মামলা করতে পারেন। এটি আমার কথা নয় এটি সরাসরি বাংলাদেশ আইন কর্তৃক ঘোষণা।  কিন্তু আমাদের দেশে কেউ এমন মামলা করবে আমার মনে হয় না । তাহলে ও নিশ্চিন্ত হবেন না আপনি যদি কারো লেখা কপি করে আপনার ওয়েব সাইটে পাবলিস্ট করেন তাহলে আপনার ওয়েবসাইটের যে কত বড় ক্ষতি হবে তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। এখন অনেকেই ভাবছেন যে আমার ওয়েবসাইটে আবার কি রকম ক্ষতি হবে? কথাটি মাথায় আসা স্বাভাবিক। আমি বুঝিয়ে বলছি।
    • প্রথমতঃ আপনার ওয়েবসাইট এ জীবনেও SEO করতে পারবেন না। যারা SEO সম্পর্কে বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এসইও করতে না পারলে কত বড় সমস্যার সম্মুখীন হবেন। 
    • দ্বিতীয়তঃ আপনার ওয়েবসাইট জীবনেও গুগলে ইনডেক্স হবে না অর্থাৎ কপি পোস্ট করলে গুগল কোনদিনও আপনার পোস্ট সার্চ রেজাল্টে দেখাবে  না । তাহলে তো বুঝতেই পারছেন।
    •  তৃতীয়তঃ আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স পাবেন না এছাড়া ক্ষতিকর দিকগুলো আমি বলে শেষ করতে পারবো না আপনাদের বুঝে নিতে হবে। 

    তাই কপি পেস্ট বন্ধ করুন আজ থেকে নিজের ভাষায় পোস্ট লেখা শুরু করুন।

    পোস্ট কপি বন্ধ করার জন্য আপনাকে যা যা করতে হবেঃ
    আপনি নিচের স্কিপ্ট আপনার ব্লগ বা ওয়েব সাইটের এর মধ্যে রাখলে কেউ আপনার সাইট থেকে কোন কিছু কপি করতে পারবে না। আর অবশ্যই মনে রাখবেন আপনার সাইটের বডি ট্যাগ এর মধ্যে রাখবেন।  এটি করতে গিয়ে যেন বডি এর মধ্যে অন্য কোন স্কিপ্ট এর মধ্যে রাখবেন না। তাই সুন্দর করে আপনার সাইটের বডি টাগের ভিতরে কোডটি বসিয়ে দিন।
    if(typeof document.onselectstart!="undefined" ) {document.onselectstart=new Function ("return false" ); } else{document.onmousedown=new Function ("return false" );document.onmouseup=new Function ("return false"); }

    ব্লগ সাইটে যেভাবে এড করবেনঃ
    আরও সহজ উপায় আপনি যদি blogger.com ব্যাবহার করেন তাহলে আপনি layout এ ক্লিক করে যে কোন একটা স্থানে রাখতে পারেন।
    নিচে লক্ষ্য করুণ


    ওয়ার্ডপ্রেস সাইটে যেভাবে এড করবেনঃ
    আর যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট হয় তো এই কোড একই ভাবে আপনার ব্লগের বডির মধ্যে রাখুন যদি না পারেন তাহলে দয়া করে এই কীওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করুন “disable copy paste in wordpress”

    Note: আরেকটি গুরুত্বপূর্ণ কথা  যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাদের জন্য দারুন একটি প্লাগিন আছে এই প্লাগিনটির মাধ্যমে আপনি যেকোন লেখা কপিরাইট বন্ধ করতে পারেন একদম সহজ উপায় । যদি চান তাহলে কমেন্ট করে জানান আমি পরবর্তীতে এটি একটি টিউটোরিয়াল করব। তাই এখনই কমেন্ট করুন।
    ধন্যবাদ সবাইকে




    POST VIEWSl

    website counter








    Next Post Prev Post

    Facebook

    Get the latest article updates from this site via email for free!