শীত শেষ, এবার শুরু গরম কাল। আর তাই আষাঢ় মাসে প্রতিদিনই বৃষ্টি হবে। ভাবছিলাম এই মেঘ বৃষ্টি নিয়ে পোস্ট করলে কেমন হয়। যাই হোক খুজতে খুজতে পেয়ে গেলাম এক অসাধারন ইফেক্ট। ভেবেছিলাম সুধু বৃষ্টি ইফেক্ট নিয়েই পোস্ট করবো কিন্তু দেখি এত মেঘ না চাইতেই জল। কারণ বৃষ্টি ইফেক্টের সঙ্গে অসাধারন মেঘ গর্জন সাউন্ডও আছে । যাই হোক সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়লাম। চাইলে নিচে থেকে ডেমো বাটনে ক্লিক করে ডেমো দেখে নিতে পারেন।
আশাকরি আপনাদের ভালই লাগবে :) । তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি চলুন দেখে নিই কিভাবে আপনার ব্লগার ব্লগে এই ইফেক্ট ব্যবহার করবেন।
আরও পড়ুনঃ
কিভাবে আপনার ব্লগে ফ্লটিং শেয়ার বাটন যুক্ত করবেন?
কিভাবে ব্লগস্পট ব্লগের জন্য Privacy Policy পেজ তৈরি করতে হয়?
কিভাবে ব্লগারের পোষ্টের মধ্যে গুগলের বিজ্ঞাপন দিবেন
কিভাবে তৈরি করবেন আপনার ওয়েবসাইটের জন্য একটি এন্ড্রয়েড এ্যাপ
আপনার ব্লগ বা ওয়ার্ডপ্রেস সাইটের পোস্ট কেউ আর কপি করতে পারবে না ছোট্ট একটি কাজ করে নিলে।
রঙিন করে তুলুন Chrome Browser এ আপনার ব্লগ/ওয়েবসাইটের এড্রেসবার [Templete Design 2020]
যেভাবে আপনার ব্লগে এই বৃষ্টি ইফেক্ট সঙ্গে মেঘ গর্জন যুক্ত করবেন !
- প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন।
- ড্যাশবোর্ড থেকে Layout → Add a Gadget → HTML/Javascript এ ক্লিক করুন
- এবার নিচের কোড গুল ফাকা ঘরে বসিয়ে দিন টাইটেল ঘর ফাকা রাখুন
- Save এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং আপনার ব্লগ চেক করুন
আশাকরি আপনি ইফেক্ট দেখতে পারছেন। তবে মোবাইল দিয়ে মেঘ গর্জন শব্দ শুনতে পারবেন না। আপনার যদি পিসি থাকে তাহলে পিসি সউন্ড সিস্টেম চালু করুন। এবার আপনার সাইট ভিজিট করুন। দেখুন মেঘ গর্জনের শব্দ শুনতে পাবেন । আশাকরি আজকের এই ওয়েডেট আপনাদের ভাল লেগেছে ।
তাহলে আজকের মত এই পর্যন্ত। আর আজকের এই পোস্ট আপনাদের কেমন লাগল নিচের লাইক আনলাইক বাটনে ক্লিক করে জানাতে পারেন । পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্ট করেও জানাতে পারেন । আর আমার পরবর্তী পোস্টগুলোর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।
POST VIEWSl
আরো পড়ুন পোষ্টের মাঝে কিভাবে শো করাতে হবে?
ReplyDelete