আপনার মোবাইল দিয়েই ব্লগে ইন্স্টল থাকা থীম ইডিট করুন!! দারুন একটি কি বোর্ড ব্যবহার করে! [2020]

আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার আজকের নতুন পোস্টে। আজকে আপনাদের সুবিধার্থে একটি এ্যাপ রিভিউ নিয়ে পোস্ট টি করছি। বিশেষ করে যারা গুগল ব্লগস্পট ব্লগ ব্যবহার করেন তাদের অনেক উপকারে আসবে। আজকের পোস্টি হবে একটি কি বোর্ড এ্যাপ নিয়ে।

আপনার মোবাইল দিয়েই ব্লগে ইন্স্টল থাকা থীম ইডিট করুন!! দারুন একটি কি বোর্ড ব্যবহার করে! [2020]
আপনার মোবাইল দিয়েই ব্লগে ইন্স্টল থাকা থীম ইডিট করুন!! দারুন একটি কি বোর্ড ব্যবহার করে! [2020]





আপনারা নিশ্চয় ভালো করে জানেন যে ব্লগে ইন্স্টল থাকা থীম বা টেম্পলেট মোবাইল দিয়ে ডিজাইন করা খুবই কষ্টের হয়ে পড়ে। বিশেষ করে যখন থিমের মদ্ধে কোনো ট্যাগ বা কিওয়ার্ড খুঁজতে যায় তখন সাধারণত কি বোর্ডের Ctrl+F চেপে সার্চ করতে হয়। কিন্তু Ctrl বাটন সাধারণত কম্পিউটার এর কি বোর্ডেই থাকে। তাই আমরা যারা এ্যান্ডয়েড ব্যবহার করি তাদের Normal কি বোর্ডে এই Ctrl কি না থাকায় অনেক সমস্যার মদ্ধে পড়তে হয়।


আরও পড়ুনঃ

তা আজকে আমি আপনাদের সাথে যে কি বোর্ড এ্যাপ টি শেয়ার করব সেটি ব্যবহার করে আপনারা খুব সহজেই কম্পিউটার কি বোর্ডের মতোই Ctrl বাটন ব্যবহার করে থিম ইডিট করতে পারবেন
শুধু তাই নয়, কম্পিউটার কি বোর্ডের মতো সকল সুবিধা পাবেন আপনার এন্ড্রয়েড ফোনেই শুধু এই এ্যাপটি ব্যবহার করে। এ্যপটির নাম Hacker Keyboard... এই এ্যাপটির সাইজও খুব কম, এবং এটি ব্যবহার করা খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই কিভাবে Hacker Keyboard ব্যবহার করে ব্লগের থিম ইডিট করবেন।



Heacker Keyboard ব্যবহার করতে নিচের নিয়ম গুলো অনুসারে কাজ করুনঃ
এ্যপটির লিংক আমি পোস্টের শেষে দিয়ে দেব। এ্যাপটি ডাউনলোড করা শেষ হলে ইন্স্টল করে নিন। তারপর সেটিংস থেকে আপনার বর্তমান কি বোর্ড টি চেন্জ করে Heacker Keyboard টি সেট করে নিন। এবার কোনো একটি নোট ওপেন করে নিশ্চিত হয়ে কি বোর্ড টি সেট হয়েছে কি না।
সেট হলে নিচের অনুসারে কাজ করুন 👇

  • প্রথমে আপনার ব্লগে লগিন করে আপনার ড্যাসবোর্ডে যান।
  • এরপর একটি কাজ করতে হবে, আপনার ব্লগের মেনু অপেন করার পর একদম নিচে দেখতে পাবেন Try The New Blogger  লেখা। ঐটায় ক্লিক করুন।
আপনার মোবাইল দিয়েই ব্লগে ইন্স্টল থাকা থীম ইডিট করুন!! দারুন একটি কি বোর্ড ব্যবহার করে! [2020]


  •  তারপর Continue এ ক্লিক করুন  

  • এবার দেখুন আপনার ব্লগ ড্যাসবোর্ড টি মোবাইল ভার্সন হয়ে গেছে। 
  • তারপর যে ব্লগের থিম ইডিট করতে চান সেই ব্লগের মেনু হতে Theme এ ক্লিক করুন। 

  • ইডিট Html এ ক্লিক করুন। 


  • মোবাইল ভার্সন এ আসার পর দেখুন থিম স্মুথলি ইডিট করা যাচ্ছে। 
  • এবার ফাকা যায়গায় আপনার কার্সরটি রাখুন । দেখুন Heacker Keyboard চলে এসেছে। 

কিন্তু আপনার মোবাইল Portrait থাকা অবস্থায় থাকা কালীন আপনি এই কি বোর্ডের সকল ফিচার দেখতে পাবেন না

  • এর জন্য আপনার ফোনে Auto-rotate মুড চালু করে ফোনটি রোটেট করুন। 
  • দেখুন সমস্ত ফিচার দেখা যাচ্ছে। এর মদ্ধে Ctrl বাটনটিও দেখা যাচ্ছে। আর এর জন্যই এতো কষ্ট করা। 

  • এবার Ctrl+F বাটন চেপে দেখুন উপরে একটি সার্চ বার চলে এসেছে। 

  • ঐখানে আপনার কাঙ্খিত ট্যাগ বা কিওয়ার্ড সার্চ করে দেখুন, অনায়াসে আপার ট্যাগটি খুজে বের করতে পারবেন। 

সুবিধাঃ
  • কষ্ট করে কোনো ট্যাগ বা কিওয়ার্ড খুঁজতে হবে না। 
  • এতে থিম ইডিট করা অনেক সহজ হয়ে যাবে। 
  • এ্যাপটির সাইজ অনেক কম।
  • এতে কম্পিউটার কি বোর্ডের মতো সকল সুবিধা পাবেন। ইত্যাদি ..........
Heacker Keyboard Info:
  • App Name: Hacker Keyboard.apk
  • App Size: 2.60 MB
  • App Type: apk
  • Category: Keyboard
এ্যাপটি নিচ থেকে ডাউনলোড করে নিন। 



তো বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ পোস্টি মনোযোগ সহকারে পোড়ার জন্য। আশা করি পোস্টি আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি পোস্টে । ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। খোদা হাফেজ। 





POST VIEWSl

website counter








Next Post Prev Post

Facebook

Get the latest article updates from this site via email for free!