![]() |
আপনার মোবাইল দিয়েই ব্লগে ইন্স্টল থাকা থীম ইডিট করুন!! দারুন একটি কি বোর্ড ব্যবহার করে! [2020] |
আপনারা নিশ্চয় ভালো করে জানেন যে ব্লগে ইন্স্টল থাকা থীম বা টেম্পলেট মোবাইল দিয়ে ডিজাইন করা খুবই কষ্টের হয়ে পড়ে। বিশেষ করে যখন থিমের মদ্ধে কোনো ট্যাগ বা কিওয়ার্ড খুঁজতে যায় তখন সাধারণত কি বোর্ডের Ctrl+F চেপে সার্চ করতে হয়। কিন্তু Ctrl বাটন সাধারণত কম্পিউটার এর কি বোর্ডেই থাকে। তাই আমরা যারা এ্যান্ডয়েড ব্যবহার করি তাদের Normal কি বোর্ডে এই Ctrl কি না থাকায় অনেক সমস্যার মদ্ধে পড়তে হয়।
আরও পড়ুনঃ
- কিভাবে আপনার ব্লগে ফ্লটিং শেয়ার বাটন যুক্ত করবেন?
- কিভাবে ব্লগস্পট ব্লগের জন্য Privacy Policy পেজ তৈরি করতে হয়?
- কিভাবে ব্লগারের পোষ্টের মধ্যে গুগলের বিজ্ঞাপন দিবেন
- কিভাবে তৈরি করবেন আপনার ওয়েবসাইটের জন্য একটি এন্ড্রয়েড এ্যাপ
- আপনার ব্লগ বা ওয়ার্ডপ্রেস সাইটের পোস্ট কেউ আর কপি করতে পারবে না ছোট্ট একটি কাজ করে নিলে।
- রঙিন করে তুলুন Chrome Browser এ আপনার ব্লগ/ওয়েবসাইটের এড্রেসবার [Templete Design 2020]
তা আজকে আমি আপনাদের সাথে যে কি বোর্ড এ্যাপ টি শেয়ার করব সেটি ব্যবহার করে আপনারা খুব সহজেই কম্পিউটার কি বোর্ডের মতোই Ctrl বাটন ব্যবহার করে থিম ইডিট করতে পারবেন
শুধু তাই নয়, কম্পিউটার কি বোর্ডের মতো সকল সুবিধা পাবেন আপনার এন্ড্রয়েড ফোনেই শুধু এই এ্যাপটি ব্যবহার করে। এ্যপটির নাম Hacker Keyboard... এই এ্যাপটির সাইজও খুব কম, এবং এটি ব্যবহার করা খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই কিভাবে Hacker Keyboard ব্যবহার করে ব্লগের থিম ইডিট করবেন।
Heacker Keyboard ব্যবহার করতে নিচের নিয়ম গুলো অনুসারে কাজ করুনঃ
এ্যপটির লিংক আমি পোস্টের শেষে দিয়ে দেব। এ্যাপটি ডাউনলোড করা শেষ হলে ইন্স্টল করে নিন। তারপর সেটিংস থেকে আপনার বর্তমান কি বোর্ড টি চেন্জ করে Heacker Keyboard টি সেট করে নিন। এবার কোনো একটি নোট ওপেন করে নিশ্চিত হয়ে কি বোর্ড টি সেট হয়েছে কি না।
সেট হলে নিচের অনুসারে কাজ করুন 👇
- প্রথমে আপনার ব্লগে লগিন করে আপনার ড্যাসবোর্ডে যান।
- এরপর একটি কাজ করতে হবে, আপনার ব্লগের মেনু অপেন করার পর একদম নিচে দেখতে পাবেন Try The New Blogger লেখা। ঐটায় ক্লিক করুন।
![]() |
- তারপর Continue এ ক্লিক করুন
- এবার দেখুন আপনার ব্লগ ড্যাসবোর্ড টি মোবাইল ভার্সন হয়ে গেছে।
- তারপর যে ব্লগের থিম ইডিট করতে চান সেই ব্লগের মেনু হতে Theme এ ক্লিক করুন।
- ইডিট Html এ ক্লিক করুন।
- মোবাইল ভার্সন এ আসার পর দেখুন থিম স্মুথলি ইডিট করা যাচ্ছে।
- এবার ফাকা যায়গায় আপনার কার্সরটি রাখুন । দেখুন Heacker Keyboard চলে এসেছে।
- এর জন্য আপনার ফোনে Auto-rotate মুড চালু করে ফোনটি রোটেট করুন।
- দেখুন সমস্ত ফিচার দেখা যাচ্ছে। এর মদ্ধে Ctrl বাটনটিও দেখা যাচ্ছে। আর এর জন্যই এতো কষ্ট করা।
- এবার Ctrl+F বাটন চেপে দেখুন উপরে একটি সার্চ বার চলে এসেছে।
- ঐখানে আপনার কাঙ্খিত ট্যাগ বা কিওয়ার্ড সার্চ করে দেখুন, অনায়াসে আপার ট্যাগটি খুজে বের করতে পারবেন।
- কষ্ট করে কোনো ট্যাগ বা কিওয়ার্ড খুঁজতে হবে না।
- এতে থিম ইডিট করা অনেক সহজ হয়ে যাবে।
- এ্যাপটির সাইজ অনেক কম।
- এতে কম্পিউটার কি বোর্ডের মতো সকল সুবিধা পাবেন। ইত্যাদি ..........
- App Name: Hacker Keyboard.apk
- App Size: 2.60 MB
- App Type: apk
- Category: Keyboard